CV & Resume | সিভি এবং রেজিউমে
আপনার সিভি আপনার বাস্তব প্রতিচ্ছবি। এটা আপনার হয়ে কোম্পানি থেকে কোম্পানিতে ঘুরে ফেরে, আপনার হয়ে প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের টেবিলে জায়গা নেয়। আপনার হয়ে HR ম্যানেজারদের সাথে কথা বলে!
বুঝতেই পারছেন এই সিভি/রেজিউমের কতটা গুরুত্ব! অথচ, আমরা এটাকে বলতে গেলে বিপদে না পড়া পর্যন্ত কোনো পাত্তাই দেই না!
আপনি ক্যারিয়ার এইড প্রো কমিউনিটি মেম্বার হয়ে থাকলে এই দিক থেকে আপনি পাবেন দারুণ সব এক্সপার্ট সাপোর্ট।
- সিভি/রেজিউমে রিভিউ সেশন [রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন ]
- সিভি/রেজিউমে এডিটিং
- লাইভ ওয়ান-টু-ওয়ান এক্সপার্ট সেশন
- সিভি রিভিউ সহ মক ইন্টার্ভিউ এক্সপেরিয়েন্স
সতর্ক বার্তাঃ আপনার সিভি আপনার সম্পদ। এটা কখনো যত্রতত্র বিলিয়ে বেড়াবেন না, যেখানে সেখানে সিভি দিবেন না।
ফেসবুক গ্রুপের একটি পোস্ট থেকে
আপনার সিভি আপনার প্রতিনিধিত্ব করে; যে কোনো কোম্পানিতে আপনি যাওয়ার আগেই সিভি আপনার হয়ে ডেস্ক থেকে ডেস্কে ঘুরে বেড়ায়। কিন্তু অনেকের সিভিই থাকে অনেক ভুলে ভরা, সঠিকভাবে সাজানো নয়, তথ্যের ঘাটতির কথা না’ই বা বললাম।
হয়তো আপনার অনেক স্কিল, অনেক যোগ্যতা, অনেক পটেনশিয়াল আপনি। কিন্তু কেবল সিভিতে নিজেকে মেলে ধরতে না পারার কারণে পিছিয়ে থাকেন অনেকটা। হয়তো সর্টিং লিস্ট থেকেই বাদ পড়ে যান পছন্দের কোম্পানি কিংবা পছন্দের রোল থেকে।
প্রফেশনালি সিভি লিখিয়ে নেয়াটা অনেকেই করতে চান না, আবার সেটা অনেকের সক্ষমতারও বাইরে।
ক্যারিয়ার এইড প্রো গ্রুপে আমরা সিভি রাইটিং সেশন করেছি অনেকবার। সিভি রিভিউ-ও করেছি, কিন্ত ফ্রি-তে।
অনেকে সেবাটি নিয়ে যথেষ্ট সন্তুষ্টও হয়েছেন, নিজেদের উন্নত করার সুযোগ পেয়েছেন।
এবার ভিন্ন এক আয়োজন নিয়ে এলাম। গতকাল মতামত চেয়েছিলাম, আপনাদের মতামতের ভিত্তিতে লাইভ ডিস্কাশনের মাধ্যমে সিভি রিভিউ করানোর আয়োজন করছি। এটা আগামীতেও অব্যহত থাকবে ইনশাআল্লাহ্।
নিচের ফর্মটি পূরণ করে নিতে পারেন এই সুযোগ। ফ্রেশার কিংবা নতুন জব করছেন যারা, তাদের জন্য এটা অনেক বেশী জরুরি। সময়ের দাম দিতে হচ্ছে এবার, তাই আমাদের নির্ধারিত ফি’র চাইতে অনেক কম ফি’স নিয়ে শুরুটা করছি নতুন এই আয়োজনের।
দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন।
কিছু সার্ভিস রিভিউ, যা আপনার জানা প্রয়োজন

